ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কর্মচারী শৃঙ্খলা ও আচরণবিধি’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় একজন কর্মকর্তার শৃঙ্খলা ও আচরণবিধি কেমন হওয়া উচিত এ বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে ছিলেন সরকারের আইসিটি বিভাগের উপ-সচিব ড. মিজানুর রহমান। এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ড. নওয়াব আলী খানের সঞ্চালনায় এ ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই