ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেছেন, ‘ভাষা শিক্ষা দক্ষ জনশক্তি গড়ে তুলবে। বাস্তবমুখী কোর্স চালু রাখতে হবে। আগামী প্রজন্মের উন্নয়নে এই ইন্সটিটিউটটি ভূমিকা রাখবে বলা প্রত্যাশা রাখি।’
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ইবি উপাচার্য।
এ সময় উপাচার্য বলেন, ‘মনোরম পরিবেশে ইন্সটিটিউটটি প্রতিষ্ঠিত হয়েছে। এরকম চমৎকার পরিবেশ অনেক বিশ্ববিদ্যালয়েই নেই। গবেষণা, খেলা এবং ডিবেট এসব একটা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে।’
আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মেহের আলীর সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী শহীদ উদ্দীন তারেক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন