মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১শে জুন) বিকাল ৩টায় উপজেলার হামদার্দ বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় ইয়োগা প্রশিক্ষণও দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি, হামদার্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আমানুল্লাহ ও ইন্ডিয়ান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার, ড. বিনয় জর্জ।
হামদার্দ বিশ্ববিদ্যালয়র প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় অধ্যাপক ড. একে আজাদ খান, মুন্সীগঞ্জ-গজারিয়া সার্কেল এএসপি মো. মিনহাজ উল ইসলাম, গজারিয়া উপজেলার নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর, গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল