পদ্মা সেতুর উদ্বোধনের দিন শনিবার (২৫ জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব ক্লাস বন্ধ থাকবে। মূলত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বুয়েটের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ জুনে অনুষ্ঠিতব্য পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ওইদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর