মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২১-২০২২ সেশনে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণকারী জোনায়েত খান নামে এক শিক্ষার্থী। বুধবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে সকল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের পক্ষে জোনায়েত খান স্মারকলিপি প্রদান করেন।
জোনায়েত খান তার লিখিত আবেদনে জানান, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা বিদ্যমান রয়েছে কিন্তু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো প্রতিবন্ধী কোটা বিদ্যমান নেই।
এ বিষয়ে জোনায়েত খান বলেন, আমি সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ আবেদন করেছি। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা চালু করলে টাঙ্গাইলসহ আশ-পাশের জেলার প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপকৃত হবেন।
ছাত্রলীগ নেতা মানিক শীল বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কোটা চালু রয়েছে কিন্তু প্রতিবন্ধী কোটা চালু নেই। আমাদের বিশ্ববিদ্যালয়েও প্রতিবন্ধী কোটা থাকা উচিত বলে মনে করি। জোনায়েত খানের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল এমনিতেই ভালো, সে অনায়াসেই কোন না কোন গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয়ে ভর্তি হতে পারবেন বলে মনে করি। তিনি অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যে আবেদন করেছেন, সে কারণে তাকে সাধুবাদ জানাই।
বিডি প্রতিদিন/হিমেল