প্রেম ও প্রজ্ঞার বার্তাবাহক মৌলানা জালালুদ্দিন রুমির মানবতাবাদী ভাবাদর্শ সমাজের মাঝে দিতে শনিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক রুমি সম্মেলন-২০২২’। বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ভারত, ইরান, তুরস্কসহ ৭ টি দেশের শিক্ষাবিদ ও গবেষকদের নিয়ে ঢাকা ও চট্টগ্রামে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী এ সম্মেলন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সম্মেলনের উদ্বোধন করবেন।
সম্মেলন উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন।
বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের একাদশ মৃত্যুবার্ষিকী এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ শতবর্ষপূর্তি উপজীব্য করে আল্লামা রুমি সোসাইটির সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করছে বিভাগটি।
বিডি প্রতিদিন/নাজমুল