জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটামসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। দাবি মেনে না নিলে আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এক মানববন্ধনে এই ঘোষণা দেন তারা।
তাদের অন্যান্য দাবিগুলো হলো, দায়িত্ব পালনে ব্যর্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল প্রশাসনের পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ আচরণ না করায় তদন্ত কমিটির গাফিলতি খতিয়ে দেখা ও আবাসিক হলের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে নেয়া।
মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাত্রলীগ তাদের ৮ জন কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, সেখানে প্রশাসন এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি। দিনের আলোর মত পরিষ্কার ঘটনার কোনো সত্যতা নাকি তদন্ত কমিটি খুঁজে পায় নি। ‘অপূর্ণাঙ্গ’ রিপোর্ট জমাদানকারী এই তদন্ত কমিটিকে জবাবদিহিতার আওতায় আনা হোক।’
এসময়, সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল হক রনি বলেন, ‘হল প্রশাসন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের লেজুড়বৃত্তি করে। এই হল প্রশাসন ও অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা একে অপরের পরিপূরক। তারা একে অপরের দোষ ঢাকার চেষ্টা করে। আমরা সাংবাদিক নির্যাতনের ঘটনায় সর্বোচ্চ শাস্তি তথা বহিষ্কারের দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, গত ২ আগস্ট বিশব্বিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে চ্যানেল আই’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে গেস্ট রুমে ডেকে নিয়ে নির্যাতন চালানোর অভিযোগ ওঠে হল ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের কোন শাস্তি না হওয়ায় প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/নাজমুল