ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মহাভারতের দর্শন, নীতিশাস্ত্র ও রাজনীতি’ শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলা বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে আলোচনাচক্রে প্রধান আলোচক ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শামিম আহমেদ।
আলোচনাচক্রে আলোচক মহাভারতের দর্শন, নীতিশাস্ত্র, রাজনীতি এবং সাহিত্যিক ও ঐতিহাসিক মূল্যায়ন বিষয় তুলে ধরেন। আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অধ্যাপক রশিদুজ্জামানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও আইন বিভাগের অধ্যাপক সেলিম তোহা, বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মোর্শেদ, অধ্যাপক নাসরিন আক্তার, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক রবিউল হোসেন, অধ্যাপক শেখ রেজাউল করিম, অধ্যাপক বাকী বিল্লাহ, অধ্যাপক ইয়াসমিন আরা সাথী, অধ্যাপক তপন কুমার রায়, সহযোগী অধ্যাপক সাইফুজ জামান ও রোজী আহমেদসহ বাংলা বিভাগটির দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর