স্বল্প খরচে উচ্চশিক্ষা কার্যক্রম চলমান রাখতে উত্তরা ইউনিভার্সিটি একটি বিশেষ ছাড়ে ভর্তি ক্যাম্পেইন শুরু করেছে। ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আগামী ১৫ দিন চলবে এই বিশেষ ছাড়। বিশেষ ছাড় উপলক্ষে ৫০% ভর্তি ফি মওকুফ করা হয়েছে।
চার বছরের প্রোগ্রামের মধ্যে- বিবিএ, বাংলা, ইংরেজি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, সিএসই ও ইসলামিক স্টাডিজে দেয়া হচ্ছে এসএসসি ও এইচএসসি এর ফলাফলের উপরে ১০%-১০০% পর্যন্ত স্পেশাল স্কলারশিপ। এছাড়াও সিভিল, ইইই, টেক্সটাইল, ম্যাথমেটিক্স ও এডুকেশনের চার বছরের প্রোগ্রামের ক্ষেত্রে নূন্যতম ৫০% টিউশন ফি এর উপরে ওয়েভার দেয়া হচ্ছে।
চার বছরের প্রোগ্রামের ক্ষেত্রে যাদের এস.এস.সি ও এইচ.এস.সি দুটোতেই জিপিএ-৫.০০ আছে তদেরকে ১০০% ওয়েভার দেয়া হচ্ছে। মাস্টার্স এর সকল প্রগ্রামে ২০% টিউশন ফি এর উপরে ওয়েভার দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত