ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘লুক এ্যাট বাংলাদেশ’ আয়োজিত ‘ট্যালেন্ট ট্যুরিস্ট কম্পিটিশন ২০২২-২৩’ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব আবু তাহের মুহাম্মদ জাবের ও কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।
এই প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্রমণ বিষয়ক সংগঠন ‘লুক এ্যাট বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন আমিনুল ইসলাম শামীম। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলেজের ছাত্র-শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর