বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে রবিবার ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর গঙ্গা প্রসাদ প্রশেন এবং বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব আর্টস এন্ড কমার্সের ডিন প্রফেসর শ্যামল দাস, ডিপার্টমেন্ট অব হিউম্যান ফিজিওলজির প্রধান, ড. প্রফেসর শমীর কুমার শীল, কো-অর্ডিনেটর (আন্তর্জাতিক সম্পর্ক), প্রফেসর আশিস নাথ, রুরাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী প্রফেসর ড. জয়ন্ত চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রক্টর ও হল প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর