ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল ২০২২ সেমিস্টারের ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ৯ টি স্নাতক ও একটি সম্মান বিষয়ে এ ভর্তি পরীক্ষা। আগামী ৭ সেপ্টেম্বর ২০২২ (বুধবার) এর মধ্যে www.iubat.edu/admission ঠিকানায় অনলাইনে আবেদন করা যাবে।
আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংলিশ এবং স্নাকত্তোর পর্যায়ে এমবিএ বিষয়ে পড়ানো হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১০০ শতাংশ পর্যন্ত মেধাবৃত্তি দেওয়া হয়। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ বিশেষ বৃত্তিসহ বিভিন্ন বিভাগে আরও ১০২টি বৃত্তি দেওয়া হয়। যেসব মেধাবী শিক্ষার্থী আর্থিক সচ্ছলতার অভাবে উচ্চশিক্ষা নিতে পারছেন না, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা আছে আইইউবিএটিতে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন