যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্লোব বায়োটেক লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ফার্মেসী অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং গ্লোব বায়োটেক লিমিটেডের কয়েকজন গবেষক উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্লোব বায়োটেক লিমিটেড বিভিন্ন টিকা ও ওষুধ উদ্ভাবন, উৎপাদন ও উন্নয়নে যৌথভাবে কাজ করবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।
বিডি প্রতিদিন/ফারজানা