বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার আইকিউএসি সেমিনার কক্ষে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের এক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার।
প্রধান অতিথি সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি সময়ানুবর্তিতার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন। আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক ড. আসিফ রেজা অনীকের সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত সকল কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন