রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে এই দুই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মতিহার হল, প্রথম রানারস আপ ও দ্বিতীয় রানারস আপ হয়েছে যথাক্রমে সোহরাওয়ার্দী হল ও হবিবুর রহমান হল।
ওয়াটার পোলো প্রতিযোগিতায় জিয়াউর রহমান হল মতিহার হল কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারস আপ হয়েছে মতিহার হল ও মাদার বখ্শ হল।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। পুরস্কার বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের অনেক ঐতিহ্য রয়েছে। ১৯৭৮ সালে এখানে জাতীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সে সময়ে বিডিআরকে পরাজিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার চর্চা সারাদেশব্যাপী অনেক সুনাম অর্জন করেছে। আমি চাই, আমাদের ছেলেরা নিয়মিত খেলাধুলা করে নিজেদেরকে সুস্থ রাখুক। এখানে তারা নিয়মিত সাঁতার ও ওয়াটার পোলাসহ সব ধরনের প্রতিযোগিতা করবে। এজন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন প্রশাসন থেকে আমরা সেটা করবো।
বিডি প্রতিদিন/আবু জাফর