জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে দিনে-দুপুরে ঘটছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকসহ বিভিন্ন গেইটে পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) না থাকায় এসব ঘটনা ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের অভিযোগ, শুধু ঢাকা-আরিচা মহাসড়কে নয়; হল, লাইব্রেরি, পুরো ক্যাম্পাসই অনিরাপদ। প্রধান ফটক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার সিসিটিভি নষ্ট। যার কারণে বহিরাগতরা হলে এসেও চুরি করার সাহস পায়।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ২২৭ নং কক্ষ থেকে ১টি ল্যাপটপ, ১টি ব্যাগ ও একটি মানিব্যাগ; ১১৭ নং কক্ষ থেকে ১টি স্মার্টফোন চুরির ঘটনা ঘটে। এর আগে, গত ১৩ সেপ্টেম্বর ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গণরুম থেকে ৩টি স্মার্টফোন এবং ৯ সেপ্টেম্বর শহীদ রফিক-জব্বার হল থেকে একটি জিক্সার এসএফ (এফআই এবিএস) কালো রঙের বাইক চুরি হয়। এছাড়া ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা চলাকালে প্রধান ফটকে এক পরীক্ষার্থীর অভিভাবকের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তখন সিসিটিভি ফুটেজ না থাকায় অপরাধীকে চিহ্নিত করা যায়নি। এসব ভুক্তভোগীরা সাভার আশুলিয়া থানায় জিডি করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ তাদের।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় প্রতিনিয়ত ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা হলেও এ সড়কে ওৎ পেতে থাকে ছিনতাইকারীরা। সুযোগ বুঝে অস্ত্রের ভয় দেখিয়ে লুটে নেয় সবকিছু।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেইট, প্রান্তিক গেইট, বিশ মাইল গেইটের সবগুলো সিসিটিভি নষ্ট ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, এটাতো আমার কাজ না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। আমাদের পর্যাপ্ত টেকনিশিয়ানের অভাব। বাজেটের জন্যও বলেছি। বাজেট না থাকলেতো কিভাবে কাজ করবে।
এদিকে নিরাপত্তা বিভাগকে প্রধান ফটকসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কের সিসিটিভি ঠিক করার জন্য বলেছেন বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আ.স.ম ফিরোজ-উল হাসান।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাজেটের ব্যাপারে তারা কি আদৌও আর্থিক সহায়তা চেয়েছে কিনা? শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ বিষয়টি আমি অবশ্যই দেখবো।
বিডি প্রতিদিন/হিমেল