ছাত্রলীগের নিষিদ্ধ উপগ্রুপ বিজয়ের দু’পক্ষের সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রভোস্ট কক্ষসহ ৮টি রুমে ভাঙচুর চালায় তারা।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতের সংখ্যা এখনো জানা যায়নি।
জানা গেছে, বগিভিত্তিক উপগ্রুপ বিজয়ের অনুসারীরা দুই ভাগে বিভক্ত। একপক্ষ আলাওল হল ও স্যার এ এফ রহমান হল এবং অপরপক্ষ সোহরাওয়ার্দী হলে অবস্থান করে।
এ বিষয়ে বিজয়ের একপক্ষের নেতা নজরুল ইসলাম সবুজ বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের মতো তারা আমাদের উপর অতর্কিত হামলা করে ভাঙচুর করে। আলাওলে থাকা বিজয়ের কর্মীরা এসব কাজ করেছে।
অপরপক্ষের নেতা আল আমিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, হলের ৮টি কক্ষ ভাঙচুর করেছে। এমনকি প্রভোস্ট কক্ষও ভেঙেছে। বিষয়টি প্রক্টরকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করা ছাত্রদের অধিকারের মধ্যে পড়ে না।
ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। বিষয়টি নিয়ে সার্বিকভাবে তদন্ত হবে। কারা এ কাজ করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত