গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের হাতেখড়ির জন্য "সিইউআরএইচএস সামার রিসার্চ ইন্টার্নশিপ ২.০, ২০২৩" আয়োজন করা হয়েছে। চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) আয়োজনে এতে সুপারভাইজার হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং গবেষকগণ।
সকল বিশ্ববিদ্যালয় (পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল) এবং মেডিকেল কলেজের ৩য় বর্ষ থেকে মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা ইন্টার্শিপটিতে আবেদন করতে পারবেন। আবেদনের ডেডলাইন আগামী ১২ই মে।
এই ইন্টার্নশিপে পছন্দের ফিল্ডসমূহ হচ্ছে: ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ, ফিজিক্যাল সাইন্স, বায়োলোজিকাল এন্ড লাইফ সাইন্স, সমাজবিজ্ঞান ও আইন, ফরেস্ট্রি, মেরিন এন্ড এনভায়রনমেন্ট সাইন্স এবং মাল্টিডিসিপ্লিনারি।
এবিষয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ শরীফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সম্ভাবনাময় নবীন শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনার মাধ্যমে নিজেকে শানিয়ে নিতে পারেন এবং গবেষক হয়ে দেশ ও সমাজের জন্য সুফল বয়ে আনতে পারেন। আর ইন্টার্নশিপের মূল লক্ষ্যই হলো জ্ঞানপিপাসুদের শিখতে সাহায্য করা।
বিডি প্রতিদিন/হিমেল