আওয়ামী লীগ দেশে গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন শেষে এ মন্তব্য করেন তিনি।
গোলাম কিবরিয়া বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ শোষিত ও নিপীড়িত মানুষের কথা বলে। দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করে আসছে। কেননা দেশে যখনই গণতন্ত্র ও সার্বভৌমত্বের ওপর আঘাত এসেছে আওয়ামী লীগ তখনই রাজপথে দুর্বার আন্দোলন গড়ে সেটাকে প্রতিরোধ করেছে। সেই আন্দোলন-সংগ্রামের ফলেই আজ সংগঠনটি মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ভরসায় পরিণত হয়েছে। সংগঠনের এই সফলতা অক্ষুণ্ন রাখার পাশাপাশি দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা কাজ করে যাবে বলে জানান এই নেতা।
দিবসটি উপলক্ষ্যে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন হলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল