উত্তরা ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটরিয়ামে ইউনিভার্সিটির সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখাকে উত্তরা ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে শ্রদ্ধা ও ভালোবাসায় বরণ করে নেওয়া হয়েছে। ইউনিভার্সিটির শিক্ষক ও অফিসার্স কমিউনিটির পক্ষ থেকে শুক্রবার বিকাল ৩টায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী গত ১৭ মার্চ থেকে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) ।
অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষাবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষাতত্ত্বের প্রতি অনুরাগ অনুসরণ করে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে বি.এড এবং ২০০২ সালে এম.এড সম্পন্ন করেন। গবেষক হিসেবে তার অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং বর্তমানে তার রাঁচি বিশ্ববিদ্যালয়, ভারত এর অধীনে পোস্ট ডক্টরাল ডিগ্রির কার্যক্রম চলমান রয়েছে।
ড. লেখা ২০০৩ সাল থেকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা বিভাগের অধ্যাপক, পরবর্তীতে বিভাগীয় সভাপতি এবং স্কুল অব এডুকেশনের ডিন হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং উপাচার্যের দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল