নগর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে নানী-নাতির মৃত্যু হয়েছে। তারা হলেন নানী রাজিয়া বেগম (৬৮) ও নাতি মো. সাহিল।রবিবার বিকেলে নগরের অক্সিজেন এলাকার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ট্রেনে কাটা পড়ে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন, তারা সম্পর্কে নানী-নাতি। দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএম