জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদের নেতৃত্বে উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুজ্জামান, ট্রেজারার অধ্যাপক মো. ইমান আলী, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. শেখ মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী সম্মিলিতভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ বলেন, "মানব সভ্যতার ইতিহাসের সব থেকে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের এই দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ওই দিনের হত্যাকাণ্ডের শিকার তাঁর পরিবারের সকল সদস্যকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ-এর পক্ষ থেকে আমরা তাঁদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।"
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন