যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দিবসটি উপলক্ষে শোক র্যালি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, সেদিন পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধুর স্বপ্নকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হয়নি। আজ বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ার দ্বারপ্রান্তে বাঙালি। বঙ্গবন্ধুর বাংলায় পাকদোসরদের ঠাঁই নেই। বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগ সর্বদা কাজ করবে।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা ইতিহাসের এক কালো অধ্যায়। বাঙালি জাতি আজও সেই বেদনা বয়ে বেড়াচ্ছে।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আমিনুল হক লিংকন ও সুরঞ্জিত প্রসাদ বিত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিশু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত