জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য সচিব অপূর্ব চৌধুরী এবং আহ্বায়ক কমিটির দুই সদস্য মাহির আমির ও আশিকুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। এসময় ৭৫' এর ১৫ আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়।
শোক দিবস উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণ করেন সবাই। এরপর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক এবং বেলা ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা করেন তিনি।
এরপর একে একে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীলদল, কর্মকর্তা সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এছাড়াও ব্যবসায় শিক্ষা অনুষদের ভবনের নিচতলায় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে “জাগো সত্যের শুভ্র আলোয় জাগো হে মিলিত প্রাণ”-স্লোগানকে সামনে রেখে পুরান ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাতির জনক ও বাংলাদেশ’ শিরোনামে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পাশাপাশি বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ