জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)।
রাজধানীর প্রগতি সরণিতে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। খাবার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা বিভাগের প্রভাষক এবং সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা, মুনিম শাহাবুদ্দিন ও জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর, মো. ফয়েজ।
এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই