চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল করেছে চট্টগ্রাম ছাত্রদল। বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২নং গেট থেকে মিছিল শুরু হয়ে আইন অনুষদ, কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো আলাউদ্দিন মহসিন, সাংগঠনিক সম্পাদক মো সাজ্জাদ হোসেন হৃদয়। এতে আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি মনোয়ার হোসেন, বিনয় চাকমা, বারাতুল মাউন, সাবেক যুগ্ম সম্পাদক সুমন, লিটন, নাজমুল হুদা, দীপংকর দীপু।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, নতুন এ কমিটি সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন আরো বেগবান করবে। একই সাথে অতি দ্রুত চবি কমিটি পূর্ণাঙ্গ করে আন্দোলন ত্যাগীদের মূল্যান নিশ্চিত করা হবে।
সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সকল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করার আহবান জানান। অন্যথায় অতীতের মত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটার দায়ভার এই দলকানা ব্যর্থ প্রশাসনকে নিতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল