জাপানের নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী তিন বছর বার্ষিক ৩৬ হাজার টাকা হারে বৃত্তি পাবেন। স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেলের মোট ৩০ জন শিক্ষার্থী এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. আবু সাদেক মো. সেলিম। সঞ্চালনা করেন বশেমুরকৃবির সহযোগী পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং পরিবেশ সুরক্ষার জন্য আরও বেশি মনোযোগের সাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ সুরক্ষার জন্য ১৯৮৯ সালের নভেন্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি থেকে এগ্রিকালচার, ফিশারিজ ও এনিমেল সায়েন্সের স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
বিডি প্রতিদিন/এমআই