জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, বসন্ত উৎসব এগুলো শুধু পোশাকে নিলেই হবে না মননেও নিতে হবে। তিনি বলেন, আমাদের দেশের শিল্প ও সংস্কৃতিকে শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব ১৪৩০ -এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, সামাজিক মাধ্যমে আমরা দেখি আমাদের জাতীয় দিবসগুলো সম্পর্কে বর্তমান প্রজন্ম সজাগ নয়, একজন শিক্ষক হিসেবে আমার দুঃখ, পরিতাপ বলতে হয় এটা আমাদেরই ব্যর্থতা। শিক্ষার্থীদের এবিষয়গুলো নিয়ে বুঝাতে পারিনি। আমরা বসন্ত দিবস, ভালোবাসা দিবস পালন করবো কিন্তু মনে মনে সাম্প্রদায়িক হবো এটা ঠিক নয়। নানা ধর্ম ও জাতিসত্ত্বার সংমিশ্রণে আমাদের অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে চলতে হবে।
ব্যবস্থাপনার শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে ড. মো. মিরাজ হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল