জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন সময়ে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িত শিক্ষক-শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনমূলক চিঠিতে এ আহ্বান জানানো হয়।
চিঠিতে গত ৩ ফেব্রুয়ারি রাতে জাবিতে সংঘটিত ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ন্যূনতম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করাসহ মোট ৮টি সুপারিশ বাস্তবায়নের জন্য জাবি প্রশাসনকে আহ্বান জানানো হয়।
ইউজিসির অন্য সুপারিশগুলো হলো-
একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাবির হলের আসন সংখ্যার সমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হতে হবে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বহিরাগতদের প্রবেশের যে ৩টি রাস্তা রয়েছে, তা বন্ধ করে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করার মাধ্যমে প্রতিটি স্থান নজরদারির আওতায় নিয়ে আসতে হবে। সার্বিক নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের অবশ্যই হলের নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য করতে হবে।
নিয়মিতভাবে শিক্ষা জীবন সম্পন্ন করা (স্নাতক/স্নাতকোত্তর) শিক্ষার্থীদের হলের সিট অবশ্যই বাতিল করে হলে অবস্থান নিষিদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী ব্যতীত বহিরাগত কেউ হলের কক্ষে প্রবেশ এবং হলে অবস্থান কার্যকরভাবে নিষিদ্ধ করতে হবে।
চিঠিতে উল্লিখিত সুপারিশসমূহ অবিলম্বে বাস্তবায়ন করে কমিশনকে লিখিতভাবে অবহিত করার জন্য অনুরোধও করা হয়েছে।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনপূর্বক ইউজিসির ৩ সদস্যের একটি কমিটি কমিশন কর্তৃপক্ষের নিকট পরিদর্শন প্রতিবেদন দাখিল করে। ওই পরিদর্শন প্রতিবেদনে সুপারিশগুলো করা হয়।
বিডি প্রতিদিন/এমআই