হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ও পর্যায়ের শিক্ষকদের (রেজিস্ট্রেশনকৃত) নিয়ে ‘বেসিক প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
সকাল ১০টায় আইকিউএসির কনফারেন্স রুমে এর উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মোমিনুর রহমান। রিসোর্স পার্সন ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, ম্যাটল্যাব একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এর মাধ্যমে সহজে এলজেব্রিক ইকুয়েশন ও সিস্টেম সমাধান করা যায়। যেকোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সহজে এর সঙ্গে যুক্ত করা যায়। পাশাপাশি সহজে যেকোনো ডাটা অ্যানালাইসিস করা ও খুব সহজে এর ফলাফল প্রফেশনাল গ্রাফের মাধ্যমে দেখানো যায়। এছাড়া, গবেষণা ক্ষেত্রেও এর নানাবিধ ব্যবহার রয়েছে।
বিডি প্রতিদিন/ইই