ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার।
আয়োজিত হতে যাওয়া ‘পঞ্চম এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৪’-এ অংশ নেবে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজনে থাকছে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট (বাংলা ও ইংরেজি), কুইজ কম্পিটিশন, পাবলিক স্পিকিং (ইংলিশ), বাংলা বারোয়ারি বিতর্ক, ছাত্র-শিক্ষক উন্মুক্ত আলোচনা, আঞ্চলিক বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক ইত্যাদি। এছাড়া থাকছে র্যালি, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, এনডিএফ বিডির একেএম শোয়েব, মহাসচিব আশিকুর রহমান আকাশ ও কো-চেয়ারম্যান এবং জোন প্রধান মো. খলিলুর রহমান।
উল্লেখ্য, এনডিএফ বিডি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন। সারা দেশের কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/ইই