জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম সেলিম।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সালাহউদ্দিনকে তার অনুরোধের প্রেক্ষিতে তাকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলমকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রচলিত নিয়মে তিনি উক্ত পদের ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত