শিগগিরই জাতীয় পার্টির কার্যালয় সিলগালার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই ঘোষণা দেন তিনি।
মাহিন সরকার বলেন, আজকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ বিজয়নগরে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যায়। সেখানে জাতীয় নাগরিক কমিটি এবং অন্যান্য কিছু ছাত্র সংগঠনের ব্যক্তিবর্গ ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বিজয় নগরে তারা যেতেই জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপর হামলে পড়ে। আমাদের ধারণা ওখানে জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী, যুবলীগের কর্মীরাও আছে। এখনো সেখানে ঝামেলা চলছে। আমরা খবর পেয়েছি দেরিতে তাই এখনো আমাদের সবাই জমায়েত হতে পারেনি। আমরা শিগগিরই একত্র হয়ে বিজয় নগরে যাবো এবং জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করে দেবো।
বিডি প্রতিদিন/আরাফাত