চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সুইসাইড নোট লিখে তাজরিয়ান আহমেদ সোয়ার নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে একটি ফ্লাট বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন৷
ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা আছে- "I am sorry i failed is a human."
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, খোঁজ পেয়ে আমরা ফ্লাটে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাবা মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ