ইসলামিক ইংরেজি মিডিয়াম রুহ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় হিফয কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ নভেম্বর) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন ফ্যান্টাসি আইল্যান্ড এমিউসমেন্ট পার্কে হওয়া এই কনভোকেশনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে পাগড়ি গ্রহণ করেন অত্র স্কুলের নতুন ৫ জন হাফেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী (হাফিজাহুল্লাহ)।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে রুহ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পরিবেশনায় ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, শিক্ষনীয় নাটিকাসহ নানা পরিবেশনা।
এ বছর রুহ ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচজন মেধাবী ছাত্র পবিত্র কুরআনুল কারিমের হিফয সম্পন্ন করেছে। এই পাঁচজনসহ স্কুলের মোট ১০ জন শিক্ষার্থী ইতোমধ্যেই হাফিজুল কুরআন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান, স্কুলের ধারাবাহিক সফলতার একটি বিশেষ প্রতিফলন। রুহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোনায়েম বিল্লাহ বলেন, আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষই নয়, বরং তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন। ভবিষ্যতের আদর্শ সমাজ গঠনে তাদের ইতিবাচক ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, রুহ ইন্টারন্যাশনাল স্কুল ভবিষ্যতে আরও উন্নত শিক্ষার পরিবেশ এবং উচ্চ মানসম্পন্ন ইসলামী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করে আমরা আগামী প্রজন্মের সুনাগরিক তৈরি করার লক্ষ্যে অগ্রসর হচ্ছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ