হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যাম্পাসে 'কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ' শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এ আয়োজন করে।
মেলায় বারি মূল জাতীয় সবজি ধৌতকরণ যন্ত্র, বারি শস্য ঝাড়াই যন্ত্র, বারি কম্পোস্ট সেপারেটর, বারি শক্তি চালিত বাদাম মারাই যন্ত্র, মোবাইল বারি ভুট্টা মারাই যন্ত্র, বারি গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রসহ আরও বেশ কিছু যন্ত্র প্রদর্শন করা হয়।
প্রদর্শনী মেলার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
হাবিপ্রবির এআইই বিভাগের প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. সিদ্দিকুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরল
আমিন প্রমুখ।
এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. এনামউল্যা আয়োজকদের উদ্দেশ্যে বলেন, 'বিদেশি প্রযুক্তির আদলে অনেক কম খরচে দেশীয়
প্রযুক্তি উদ্ভাবন করছেন। ফলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। এসব প্রযুক্তি দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে ছড়িয়ে
দিতে হবে, যদিও ইতোমধ্যে অনেক প্রযুক্তি কৃষক পর্যায়ে পৌঁছে গেছে। এতে কৃষির উৎপাদন খরচ অনেকটা কমে গেছে, ম্যানপাওয়ার সেভ হচ্ছে এবং সময় কম লাগছে। ভোক্তা পর্যায়ে স্বল্পমূল্যে কৃষি পণ্য ক্রয় করতে পারছি।'
তিনি আরও বলেন, 'আমার মনে হয় দেশের অন্যান্য সেক্টরের তুলনায় কৃষি, মৎস্য ও ভেটেরিনারি সেক্টরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এজন্য ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও আমরা ১৮ কোটি জনগণের খাদ্যের জোগান দিতে পারছি।'
বিডি প্রতিদিন/মুসা