রংপুর মেডিকেল কলেজে অধ্যক্ষের অপসারণের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবে আন্দোলনকারী চিকিৎসকরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে। এরপরেও দাবি আদায় না হলে বুধবার কমপ্লিট শার্টডাউন কর্মসূচিতে যাবেন আন্দোলনকারী চিকিৎসকরা।
এ কর্মসূচিতে রংপুর মেডিকেল কলেজে পাঠদান ও হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান থেকে বিরত থাকবেন তারা। সোমবার সকালে অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে অধ্যক্ষের কার্যালয়ের সামনে এ ঘোষণা দেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল।
তিনি বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেড় হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে। সেই সরকারের দোসরকে কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়িত করা হয়েছে। আমরা রক্তের সাথে বেইমানী করতে পারি না। যেহেতু অধ্যক্ষ প্রধান প্রশাসনিক কর্মকর্তা এবং তিনি হাসপাতালের চিকিৎসাসেবা দেখেন। তাই মঙ্গলবার কলেজ ও হাসপাতালে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবে চিকিৎসকরা। এরপরেও স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা না নিলে বাধ্য হয়ে আমাদের বুধবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করতে হবে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সারোয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। সেই সাথে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ এবং সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেনকে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়।
বিডি প্রতিদিনি/হিমেল