বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির লক্ষ্যে কি কি বিষয়কে গুরুত্ব দেয়া প্রয়োজন এবং কিভাবে এ বিশ্ববিদ্যালয়কে আরও সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করা যায় এ বিষয়ে স্টেকহোল্ডার হিসেবে শিক্ষার্থীদের পরামর্শ ও মতামত চান।
এ সময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজ বিভাগের বিভিন্ন সমস্যাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপ্রতুলতা তুলে ধরেন।'
উপাচার্য সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত “এনভায়রণমেন্টাল কনজারভেশন অ্যাওয়ার্ড” প্রবর্তনের ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/আশিক