‘রক্তদানে স্মরণ করি রক্তাক্ত জুলাই’—প্রতিপাদ্যে রাজধানীর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার ( ২১ জুলাই) অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজন করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স বাংলাদেশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপদেষ্টা ড. মিজানুর রহমানসহ অনেক শিক্ষার্থী রক্তদান করেন। রক্তদানের পর ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিয়াদুস সালেহীন বলেন—যে জুলাইয়ে শত শত ছাত্র-জনতা রক্ত দিয়েছে, সেই স্মরণে আমাদের এই রক্তদান। এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন হওয়া উচিত, যাতে সাধারণ মানুষ উপকৃত হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, প্রো-উপাচার্য অধ্যাপক ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সর্দার মাহমুদ হোসেন, রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ এবং অন্যান্য শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।