ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজগুলো পুরনোগুলোর চেয়ে ১৫ গুণ বেশি শক্তিশালী।
তিনি বলেছেন, তার দেশের নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজগুলোর এস-ডাবলিও-ইউ ( সেপারেটিভ ওয়ার্ক ইউনিট) ক্ষমতা ২৪।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরো বলেছেন, 'আমরা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে সব ধরনের সেন্ট্রিফিউজ নিয়ে কাজ করছি এবং এক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। ইরান এখন আরো একটি নতুন সেন্ট্রিফিউজ পরীক্ষা-নিরীক্ষা করছি। তবে আমরা তা জ্বালানী উতপাদনে (সরাসরি) ব্যবহার করতে পারব না।'