২৪ জুন, ২০১৯ ১২:০০

ট্রেন দুর্ঘটনায় আহত ২৮ জন ওসমানীতে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ট্রেন দুর্ঘটনায় আহত ২৮ জন ওসমানীতে

সিলেটে ওসমানী হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। ছবি- নাজমুল কবীর পাভেল

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত ২৮ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে ২১ জন এখনো চিকিৎসাধীন বলে জানা গেছে।

হাসপাতাল সুত্র জানায় ট্রেন দুর্ঘটনায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ২৮ জন আহত রোগীকে ওসমানীতে আনা হয়েছে। এদের মধ্যে ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি ২১ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা সকলেই শঙ্কামুক্ত।

এছাড়া কিছুক্ষণ পরপরই আহত রোগিরা চিকিৎসা নিতে ওসমানীতে আসছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

উল্লেখ্য, রবিবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১১ টা ৪৮ মিনিটের সময় কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর দূর্ঘটনাকবলিত হয়। এতে সড়ক পথের পর রেলপথেও সিলেটের সাথে ঢাকাসহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর