২০ জানুয়ারি, ২০২০ ২০:২৫

সিলেটে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

সিলেটের জৈন্তাপুর থানার লালাখাল চা-বাগান থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় লোকজন বানরটি উদ্ধার করে চিকিৎসা ও পরিচর্যার জন্য শ্রীমঙ্গলস্থ ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’র কাছে হস্তান্তর করেন। 

স্থানীয়রা জানান, জৈন্তাপুরের লালাখাল এলাকায় অসুস্থ অবস্থায় লজ্জাবতী বানরটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করেন। পরে শ্রীমঙ্গলের সোনাছড়া চা-বাগানের ইউপি সদস্য সিউধনীর সহযোগিতায় বানরটিকে ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে’ হস্তান্তর করা হয়। 

চিকিৎসা ও পরিচর্যা দিয়ে সুস্থ করে তোলার পর বানরটিকে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর