১০ জুলাই, ২০২০ ১৬:৪০

সিলেট নগরীতে এবার বসছে কোরবানির পশুর তিন হাট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীতে এবার বসছে কোরবানির পশুর তিন হাট

সিলেট নগরীতে আগামী ঈদুল আজহায় তিনটি স্থানে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে সিটি করপোরেশনকে এ তিনটি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। স্থান তিনটি হচ্ছে সিলেট এমসি কলেজ মাঠ, সরকারি আলীয়া মাদরাসা মাঠ ও দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনালের পাশের উন্মুক্ত মাঠ। কোরবানির পশুর হাট ইজারা দেয়ার লক্ষ্যে সিটি করপোরেশন পত্রিকায় দরপত্র আহ্বান করেছে। 

প্রতি বছর কোরবানির ঈদে সিলেট নগরীর বেশ কয়েকটি জায়গায় বসানো হত কোরবানির হাট। করোনাভাইরাস পরিস্থিতিতে এবার স্বাস্থ্যবিধি নিশ্চিতে বড় মাঠে পশুর হাট করার উদ্যোগ নেয়। তাই এ তিনটি মাঠই বেছে নেয় সিটি করপোরেশন। এর আগে এ তিনটি মাঠে কখনো কোরবানির পশুর হাট বসেনি।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে এই তিনটি জায়গায় কোরবানির পশু বেচাকেনার জন্য জেলা প্রশাসন অনুমতি দিয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ইজারা দেয়ার জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।   


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর