হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবা ও ছুরিসহ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাকে উপজেলা সদর থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়।
আটক মামুন উপজেলা সদরের পুরান তুফখানা এলাকার বাসিন্দা আমজাদ হোসেন খান নানুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ সোমবার মধ্যরাতে বানিয়াচং উপজেলা সদরে অভিযান চালায়। তখন স্থানীয় বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে মামুনকে ইয়াবাসহ আটক করা হয়। তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ