বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বিআরডিবি হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, প্রাথমকি শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার ওয়াহিদ আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, ইউনিয়ন পরিষদ সদস্য মো. ফজর আলী প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার ৭ জন দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার