সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো ‘কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস স্থাপন অপারেশন’ শুরু হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জন্মগত বধিরদের কানে অপারেশনের মাধ্যমে বসানো হবে ডিভাইস। কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে শনিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে ‘কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমের ডিভাইস’ বিতরণ করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ অনুষ্ঠানে ওসমানী হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো ময়নুল হক। হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের এমএস কোর্সের আবাসিক চিকিৎসক ডা. অরূপ রাউৎ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক।
এর আগে, আবাসিক সার্জন ডা. এম. নূরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রম কর্মসূচির পরিচালক ডা. নূরুল হুদা নাঈম। অনুষ্ঠানে ওসমানী হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক