সিলেট সীমান্ত থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চালান জব্দ করা হয়।
সূত্র জানায়, বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন কানাইঘাট উপজেলার সুরাইঘাট ও জৈন্তাপুর উপজেলার লালাখাল, গুয়াবাড়ি ও লক্ষ্মীবাজার সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গরু, জিরা, ওষুধ, চকলেট জব্দ করে। জব্দকৃত পণ্য ও পশুর বাজার মূল্য ৪২ লাখ ৬১ হাজার ৯৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন, জব্দকৃত পশু ও পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই