২৬ মে, ২০১৯ ০৯:১৯

হালদায় ডিম ছেড়েছে মা মাছ

অনলাইন ডেস্ক

হালদায় ডিম ছেড়েছে মা মাছ

হালদা নদীর বিভিন্ন পয়েন্টে ডিম সংগ্রহ শুরু হয়েছে। ছবি: দিদারুল আলম

চট্টগ্রামের হালদা নদীতে রুই জাতীয় (রুই, কাতাল, মৃগেল ও কালিবাইশ) মা মাছ ডিম ছেড়েছে। শনিবার (২৫ মে) রাত সাড়ে ৯টার পর থেকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে ডিম পাওয়ার খবর আসতে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ। রাত সাড়ে ৯টার কিছু পর থেকে থেকে হালদার বিভিন্ন অংশে ডিম সংগ্রহ শুরু হয়। পুরো নদীতে প্রায় ৪০০ ডিম সংগ্রহকারী ডিম সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন। প্রথম তিন-চার ঘণ্টায় প্রত্যেকে ২০-২৫ কেজি করে ডিম সংগ্রহ করেছেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর