চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে পাঁচদিন ধরে ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রেখে আন্দোলন করছেন।
বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন। বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে, পুরাতন পাঠদান পদ্ধতি বহাল, পেশাগত বিসিএসের মাধ্যমে নিয়োগ ও কর্মপদ্ধতি নির্ধারণ, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা এবং নার্সিং কলেজসমূহকে পূর্ণাঙ্গ করা।
বুধবার মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ খান, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদসহ শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কারণ আমাদের দাবিগুলো যৌক্তিক এবং সময়োপযোগী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন