২৩ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৪২

চসিক মেয়রের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চসিক মেয়রের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাটভ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

রবিবার বিকালে মেয়রের দফতরে সাক্ষাৎকালে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় উত্থাপন করে মেয়র রাশিয়ার রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সহায়তা এদেশের মানুষ কৃতজ্ঞতার সঙ্গে মনে রেখেছে।

মেয়র বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী কর্ণফুলী নদীতে পুঁতে রাখা মাইন অপসারণ কার্যক্রম পরিচালনায় রাশিয়ার সহযোগিতাকে বিশ্ব মানবতার অনন্য দৃষ্টান্ত।

এসময় রাশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী মিস আলা জি ইগনাটভ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ার কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর